This Portal is Connected to Production Database.

Bengali Language Pack
Thumbnail Image of যুগাচার্য শ্রীল প্রভুপাদ

যুগাচার্য শ্রীল প্রভুপাদ (Yugacharya Srila Prabhupada)

Author: কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ

Description

সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি — এই চারটি যুগের জন্য চারটি যুগমন্ত্র শাস্ত্রে প্রদান করা হয়েছে। প্রত্যেক যুগের জন্য নির্দিষ্ট যুগমন্ত্রের জপ, কীর্তন বা সাধনা করাই হচ্ছে সেই যুগের পরমার্থ অনুশীলন বা যুগধর্ম। আর এই যুগধর্মকে প্রকাশ করেন সেই যুগের নির্দিষ্ট অবতার, ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ অংশ-প্রকাশ। কোনও বিশেষ যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বা তাঁর অভিন্ন প্রকাশ শ্রীচৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে যুগাবতারের লীলা সাধন করেন। যেমন, এই কল্পের দ্বাপর ও কলি যুগে করেছেন। আবার, তাঁদের কোন অন্তরঙ্গ ভক্ত যখন অবতীর্ণ হয়ে যুগধর্ম ও যুগাবতারের স্বরূপ ও মহিমা প্রকাশ করে সমগ্র জগৎ জুড়ে তা প্রচারপূর্বক জগজ্জীবকে যুগধর্ম পালনে অনুপ্রাণিত ও ব্রতী করেন, তিনিই যুগাচার্য নামে অভিহিত হয়ে থাকেন। এই কলিযুগের যুগধর্ম শ্রীহরিনাম সংকীর্তনের প্রবর্তক শ্রীচৈতন্য মহাপ্রভুর স্বরূপ ও মহিমা প্রচার করে এবং তাঁর আদেশ ও অভীষ্ট পূরণার্থে সমগ্র জগতের প্রতিটি নগরে ও গ্রামে শ্রীহরিনাম সংকীর্তনের সূচনা করে শ্রীল প্রভুপাদ যুগাচার্যের ভূমিকা পালনপূর্বক জগতের অশেষ কল্যাণ সাধন করেছেন। “যুগাচার্য শ্রীল প্রভুপাদ” গ্রন্থে পাঠক তাঁর সেই বিরল কীর্তির দিব্য মহিমা পাঠ করে অবশ্যই চমৎকৃত হবেন।

Sample Audio

Copyright © 1972, 2022 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032)