শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ (Srimad Bhagavad Gita Jathajatha )
Author: কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ
Description
ভারতবর্ষের পারমার্থিক বিজ্ঞানের মুকুটমণিস্বরূপ এই শ্রীমদ্ভগবদ্গীতা সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে খ্যাতিলাভ করেছে। আত্মোপলব্ধির পথপ্রদর্শকরূপ এই গীতার সাতশ শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর অন্তরঙ্গ ভক্ত অর্জুনকে উপদেশ প্রদান করেছিলেন। বাস্তবিকপক্ষে, মানুষের অপরিহার্য প্রকৃতি, তার পরিবেশ এবং সর্বোপরি ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধের রহস্যোদ্ঘাটনে এই গ্রন্থটি অতুলনীয়। বৈদিক জ্ঞানের বিদগ্ধ পণ্ডিত ও ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে আগত গুরুপরম্পরার ধারায় অধিষ্ঠিত তত্ত্বদর্শী সদ্ গুরু। তিনি শ্রীকৃষ্ণের উপদেশ কোনভাবে বিকৃত না করে তা যথাযথভাবে পরিবেশন করেছেন, যা গীতার অন্যান্য সংস্করণ থেকে সম্পূর্ণ আলাদা। ষোলটি রঙিন চিত্র সমন্বিত এই নতুন সংস্করণটি সময়োপযোগী শিক্ষাদান করে নিঃসন্দেহে যে কোন পাঠককে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করবে।
Sample Audio