শ্রীকৃষ্ণের সন্ধানে (Sri Krishner Sondhane)
Author: কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ
Description
আমরা সকলেই সুখের অনুসন্ধান করছি, কিন্তু আমাদের মধ্যে অল্প কয়েকজনই জানি যে প্রকৃত সুখের ভিত্তি হচ্ছে অস্থায়ী জড় বস্তুর ঊর্ধ্বে এক নিত্য স্থিতি। আমরা এই অনিত্য জড় দেহের মাধ্যমে সুখ লাভ করার চেষ্টা করছি বলে হতাশা বোধ করছি। জীবাত্মা নিত্য, এবং পরমেশ্বর ভগবানও নিত্য, তাই তাঁদের মধ্যে পারস্পরিক প্রেম বিনিময়টিও নিত্য। কৃষ্ণভাবনার মাধ্যমে পারমার্থিক উন্নতি সাধন করার ফলে আমরা দিব্য সুখ আস্বাদন করতে পারি।
Sample Audio
Copyright © 1972, 2022 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032)