শ্রীঈশোপনিষদ (Shri Isopanishad)
Author: কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ
Description
একশ আটটি উপনিষদকে সমগ্র বেদের নির্যাসরূপে বিবেচনা করা হয়ে থাকে, এবং ঈশোপনিষদ হলো তাদের মধ্যে অগ্রগণ্য। এই আঠারটি উজ্জীবিত শ্লোকের মধ্যে নিহিত সমস্ত জ্ঞানের সারমর্ম সম্বন্ধে অবগত হোন। হাজার হাজার বছর ধরে পারমার্থিক বিষয়ে জানতে আগ্রহী মানুষেরা অপ্রাকৃত জ্ঞানসম্ভূত এবং গভীর দার্শনিক তত্ত্বসমৃদ্ধ উপনিষদের আশ্রয় গ্রহণ করেছে। নামের মধ্যেই যার অর্থ নিহিত আছে (উপ-নিকটে; নিঃ-নীচে; ষদ-উপবেশন), অর্থাত্, জ্ঞান আহরণের জন্য আচার্যের সন্নিকটে উপবিষ্ট হওয়ার উপদেশ প্রদান করা হয়েছে। কোন শিক্ষা বা জ্ঞান লাভ করতে হবে? এই উপনিষদের নামটিই তার ইঙ্গিত দিচ্ছে : ঈশ অর্থে “পরম নিয়ন্তা।” আসুন, পারমার্থিক পথ-প্রদর্শক বা আচার্যের সন্নিকটে উপবিষ্ট হয়ে আমরা পরম নিয়ন্তা ভগবানের সম্বন্ধে জ্ঞান লাভ করি। পন্থাটি খুবই সরল, যদি কিনা তা কোনও প্রকৃত পথ-প্রদর্শকের কাছ থেকে বা সদ্গুরুর কাছ থেকে গ্রহণ করা হয়। শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অনুবাদ ও ভাষ্যের মাধ্যমে এই গ্রন্থটির শিক্ষা যথাযথভাবে প্রদান করার প্রয়াস করা হয়েছে, যাতে উপনিষদের জ্ঞানের গভীরতা আপনারা সুনিশ্চিতভাবে অনুধাবন করতে পারেন।
Sample Audio