পরম পিতা (Param Pita)
Author: কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ
Description
“পরম পিতা” গ্রন্থটি রচিত হয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ তথা ইস্কনের প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কৃত সাতটি পারমার্থিক প্রবন্ধ সঙ্কলন করার মাধ্যমে, যেখানে তিনি মানব সমাজের মূল সমস্যা ভগবদ্-বৈমুখ্যতা সম্বন্ধে সকলকে সচেতন করেছেন; আর তার ফলে যে অবশ্যম্ভাবী ধ্বংসের পথে মানব সমাজ তীব্র বেগে ধাবিত হচ্ছে, তাকে রোধ করার জন্য কলিযুগপাবনাবতারী শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত শ্রীহরিনাম সংকীর্তনের আশ্রয় গ্রহণ করার উপদেশ প্রদান করেছেন। এইভাবে শ্রীল প্রভুপাদ আধুনিক যুগের বহু চর্চিত ও আকাঙ্ক্ষিত বিশ্বপ্রেমের উপায় সম্বন্ধেও সকলকে অবহিত করেছেন। এক কথায়, দুর্লভ মনুষ্য জন্ম সার্থক করার জন্য ভগবানের শরণাগত হওয়াই যে জীবনের একমাত্র কর্তব্য, সেটিই এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয়।
Sample Audio