This Portal is Connected to Production Database.

Bengali Language Pack
Thumbnail Image of নারদ-ভক্তিসূত্র দিব্য প্রেমের রহস্য

নারদ-ভক্তিসূত্র দিব্য প্রেমের রহস্য (Narada Bhakti Sutra)

Author: কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ

Description

"সীম আনন্দ... যুগ-যুগান্তর ধরে উভয় প্রাচ্য ও পাশ্চাত্যের মহাত্মারা এই শিক্ষা প্রদান করেছেন যে আমরা কেবলমাত্র ভগবানকে ভালবাসার মাধ্যমেই পূর্ণ, বিশুদ্ধ এবং নিত্য প্রেম লাভ করতে পারি। ভক্তিযোগ বা ভক্তির বিজ্ঞান আমাদের এ বিষয়ে শিক্ষা প্রদান করে থাকে। আর এ ব্যাপারে নারদ মুনির থেকে শ্রেষ্ঠ শিক্ষক আর কেউই হতে পারে না। নারদ মুনি প্রদত্ত চুরাশিটি ভক্তি সম্বন্ধীয় রত্নসদৃশ সূত্র, যা “নারদ-ভক্তিসূত্র” নামে খ্যাত, ভগবত্-প্রেমের রহস্য উন্মোচন করে। ভগবত্-প্রেম কি, আর কি নয়; তার ফল কি; সেই মার্গে অগ্রসর হওয়ার ক্ষেত্রে কি কি আমাদের উন্নতি বিধানে সহায়তা করে অথবা প্রতিবন্ধকতার সৃষ্টি করে, এবং আরও অনেক কিছু। জীবনের অন্তিম উদ্দেশ্য সাধনে ঐকান্তিক অনুসন্ধানকারীর জন্য “নারদ-ভক্তিসূত্র” আবশ্যিক একটি গ্রন্থ।

Sample Audio

Copyright © 1972, 2022 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032)