This Portal is Connected to Production Database.

Bengali Language Pack
Thumbnail Image of কৃষ্ণভক্তি সর্বোত্তম বিজ্ঞান

কৃষ্ণভক্তি সর্বোত্তম বিজ্ঞান (Krishna Bhakti Sarbottam Bigyan)

Author: কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ

Description

এই গ্রন্থের প্রণেতা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা-আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ১৯৬৫ সালে কপর্দকহীন অবস্থায় আমেরিকায় গিয়েছিলেন কৃষ্ণভাবনামৃত প্রচারের জন্য। তিনি আমেরিকার সেকেণ্ড এ্যাভেনিউতে হিপি এলাকায় একটি পুরানো দোকান ঘর ভা়ড়া নিয়ে সেটিই রাধাকৃষ্ণ মন্দিরে পরিণত করেন। সেখানে তিনি গীতার উপর ভাষণ দিতেন, তা ছা়ড়া পার্কে পার্কে হরিনাম সংকীর্তনও করতেন। তাঁর কঠোর প্রচেষ্টায় নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস আদি বড় বড় শহরে রাধাকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠিত হওয়ায় সেখানকার বড় বড় বৈজ্ঞানিক, দার্শনিক, সাংবাদিক, ডাক্তার, অ্যাডভোকেট আদি শিক্ষিত ব্যক্তিরা নানা রকম জটিল প্রশ্ন নিয়ে শ্রীল প্রভুপাদের সান্নিধ্যে আসতেন। শ্রীল প্রভুপাদ তাঁদের সমস্ত প্রশ্নের উত্তর শাস্ত্র-যুক্তির দ্বারা প্রদান করে তাঁদের তৃষ্ণা নিবারণ করতেন। “কৃষ্ণভক্তি সর্বোত্তম বিজ্ঞান” গ্রন্থটি পাঠ করলে বুঝতে পারা যায় যে, শ্রীল প্রভুপাদের মতো নির্ভীক বক্তা সমগ্র পৃথিবীতে খুবই বিরল। মানব সমাজের প্রতি তথাকথিত বৈজ্ঞানিকদের প্রবঞ্চনা, অর্থহীন শিক্ষা-ব্যবস্থা ও সমাজ-ব্যবস্থা, বিপথগামী সভ্যতা, গোরক্ষার প্রয়োজনীয়তা, আত্মার বিজ্ঞানসম্মত প্রমাণ আদি অসংখ্য বিষয়বস্তুর উপর শ্রীল প্রভুপাদ প্রশ্ন ও উত্তরের মাধ্যমে নিখুঁতভাবে আলোকপাত করেছেন। এই গ্রন্থটি সমগ্র মানব সমাজকে প্রকৃত জ্ঞানের আলোকে উদ্ভাসিত করবে।

Sample Audio

Copyright © 1972, 2022 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032)