শ্রীজগন্নাথ প্রিয় নাটক (Jagannath Priya Natakam)
Author: শ্রীমৎ তমালকৃষ্ণ গোস্বামী মহারাজ
Description
যদিও এটি “জগন্নাথপ্রিয় নাটক” গ্রন্থের সম্পূর্ণ নতুন একটি সংস্করণ, এবং এটির সঙ্গে দ্বিতীয় খণ্ড “নাটকের বিশ্লেষণ” সংযোজিত হয় নি, তবুও আমি আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই তাদের উদ্দেশ্যে, যারা ‘ইনষ্টিটিউট ফর্ বৈষ্ণব স্টাডিজ্—কাল্চারাল পাবলিকেশন্স’ দ্বারা প্রকাশিত মূল সংস্করণটির প্রকাশে সহায়তা করেছেন। এই গ্রন্থের প্রকাশনার কাজে তাদের অবদান এখনও সমানভাবে কার্যকরী। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার গুরুভ্রাতা দ্রবিঢ় দাসকে, যিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে গ্রন্থটির সম্পাদনা করেছেন। সংস্কৃত সম্পাদক কুশক্রথ দাস, প্রচ্ছদ শিল্পী রামপ্রসাদ দাস এবং বিশেষত প্রকাশনার কাজে আগাগোড়া নিয়োজিত আমার প্রিয় শিষ্যদ্বয় যুধিষ্ঠির দাস এবং রেণুকা দেবী দাসীর কাছেও আমি অত্যন্ত কৃতজ্ঞ।
Sample Audio