দেবহূতিনন্দন কপিলদেবের শিক্ষা (Devahutinandana Kapiladeber Shikha)
Author: কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ
Description
কয়েক লক্ষ বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ মাতা দেবহূতির গর্ভে ভগবান কপিলদেব রূপে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। মাতা দেবহূতির পতি যখন গৃহত্যাগ করে অরণ্যে গমন করেছিলেন, তখন ভগবান কপিলদেব তাঁর পরমার্থী মাতৃদেবীর কাছে সাংখ্য যোগ, অর্থাত্ বস্তুর বিশ্লেষণকারী দার্শনিক তত্ত্ব, সৃষ্টি, মনবিজ্ঞান চেতনা এবং সমস্ত কিছুর প্রকৃত উত্স সম্বন্ধে ব্যাখ্যা করেছিলেন। এই গ্রন্থে বিশ্বে বৈদিক জ্ঞান ভাণ্ডারের প্রধান প্রবক্তা শ্রীল প্রভুপাদ দেখিয়েছেন যে, আজও সাংখ্য যোগ কত প্রাসঙ্গিক, এবং ভগবান কপিলদেবের শিক্ষা কিভাবে মানুষকে নিজেকে জানার, সৃষ্টি কর্তাকে জানার এবং প্রকৃত সুখলাভের পন্থা জানার জন্য যথার্থ পথের সন্ধান দেয়।
Sample Audio