ভক্তিরসামৃতসিন্ধু (Bhakti RasamritaSindhu)
Author: কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ
Description
শ্রীল রূপগোস্বামী কৃত মূল ভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থের সার সংকলন হচ্ছে এই “ভক্তিরসামৃতসিন্ধু” গ্রন্থটি । “ভক্তিরসামৃতসিন্ধু” হচ্ছে ভক্তিসমুদ্র থেকে নির্গত অমৃতসুধা । এটি হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ভক্তিযোগের পদ্ধতি, বা ভগবদ্ভক্তির দিব্য প্রেমময়ী সেবার সর্বোচ্চ সংযোগ । ভক্তিযোগ হল কৃষ্ণভাবনামৃত লাভের সর্বোচ্চ পন্থা । এটি হচ্ছে সহজ, সরল ও সর্বশ্রেষ্ঠ পন্থা । এই যুগে এটি সকলের জন্যই প্রযোজ্য ।
Sample Audio
Copyright © 1972, 2022 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032)