শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর জীবনী ও শিক্ষা (Sri Chaitanya Mahaprabhu Tar Jiboni O Shikha)
Author: কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ
Description
যুগে যুগে বহু অবতার এবং দিব্য ভাবনায় বিভাবিত আচার্যগণ এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, কিন্তু তাঁদের কেউই গৌরাঙ্গাবতার শ্রীচৈতন্য মহাপ্রভুর (‘মহাপ্রভু’ অর্থে মহান বা সর্বোত্তম প্রভু) মত দিব্য ভগবত্-প্রেম এমন উদারভাবে বিতরণ করেন নি। শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, ভক্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সাধারণ মানুষকে ভগবদ্ভক্তির শিক্ষা প্রদান করার জন্য। শ্রীচৈতন্য মহাপ্রভু ১৪৮৬ খ্রীষ্টাব্দে বঙ্গদেশে অবতীর্ণ হয়ে সমাজে দিব্য চেতনা উন্মেষের মাধ্যমে এক আন্দোলনের সূচনা করেন, যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। তাঁর যুবাকালেই একজন মহান সাধুরূপে প্রসিদ্ধ শ্রীচৈতন্য মহাপ্রভু বিস্মৃত সুপ্রাচীন বৈদিক জ্ঞানের সারসমূহ সমগ্র ভারতবর্ষ জুড়ে প্রচার করার উদ্দেশ্যে মাত্র চব্বিশ বছর বয়সে পরিবার এবং পরিজনবর্গকে পরিত্যাগ করে সন্ন্যাস আশ্রম অবলম্বন করেন । যদিও তিনি নিজে ছিলেন একজন সর্বত্যাগী সন্ন্যাসী, কিন্তু তিনি শিক্ষা দিয়েছিলেন যে কিভাবে নিজ গৃহপরিসর, পেশা এবং সামাজিক কার্যকলাপে যুক্ত থেকেও দিব্য চেতনায় বিভাবিত হয়ে জীবনযাপন করা যায়। এই গ্রন্থটি এই মহান সাধুর অসাধারণ জীবনের বর্ণনা করেছে, এবং তাঁর শিক্ষার সারসমূহ ব্যাখ্যা করেছে।
Sample Audio