This Portal is Connected to Production Database.

Bengali Language Pack
Thumbnail Image of শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যলীলা দ্বিতীয় খণ্ড

শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যলীলা দ্বিতীয় খণ্ড (Sri Chaitanya Charitamrita Madhya lila Khanda2)

Author: কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ

Description

শ্রীচৈতন্য চরিতামৃত ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনী এবং শিক্ষা সম্বন্ধে অন্যতম শ্রেষ্ঠ প্রামাণিক গ্রন্থ। প্রায় ৫০০ বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের অধঃপতিত মানুষদের কৃষ্ণভক্তির শিক্ষা দান করার জন্য ভক্তরূপে শ্রীধাম মায়াপুরে অবতীর্ণ হন। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন তাঁর লীলাবিলাস করছিলেন, তখন ভারতের সমস্ত মনীষী ও পণ্ডিতেরা তাঁকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পেরে তাঁর শরণাগত হয়েছিলেন। সেদিন সারা ভারত শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষায় ও আদর্শে অনুপ্রাণিত হয়ে অপ্রাকৃত আনন্দে মগ্ন হয়েছিল। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত “শ্রীচৈতন্য চরিতামৃত” ইংরেজী ভাষায় অনুবাদ করে সারা পৃথিবীকে আজ ভগবত্-চেতনায় উদ্বুদ্ধ করেছেন শ্রীচৈতন্য মহাপ্রভুরই এক অতি অন্তরঙ্গ পার্ষদ কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। এই গ্রন্থটি শ্রীল প্রভুপাদ অনূদিত ইংরেজী Sri Caitanya-Caritamrta - গ্রন্থের বাংলা অনুবাদ। শ্রীচৈতন্য চরিতামৃতের এই সংস্করণে প্রতিটি শ্লোকের শব্দার্থ, অনুবাদ এবং বিশদ তাত্পর্য অত্যন্ত সরল ভাষায় প্রকাশিত হয়েছে। যাঁরা শ্রীচৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে জানতে আগ্রহী, এই গ্রন্থের মাধ্যমে তাঁরা শ্রীচৈতন্য মহাপ্রভুর এবং তাঁর নিত্য পার্ষদদের প্রকৃত তত্ত্ব যথাযথ ভাবে হৃদয়ঙ্গম করতে সক্ষম হবেন।

Sample Audio

Copyright © 1972, 2022 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032)