প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ (Prahlad Maharaj Dibyo Up)
Author: কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ
Description
মাত্র পাঁচ বছরের বালকরূপে প্রহ্লাদ মহারাজ তাঁর সহপাঠীদের আত্মোপলব্ধির দিব্য জ্ঞান সম্বন্ধে উপদেশ প্রদান করেছিলেন, যার জন্য তাঁকে তাঁর নাস্তিক পিতা হিরণ্যকশিপুর প্রকোপের সম্মুখীন হতে হয়েছিল। মাতৃগর্ভে অবস্থানকালেই তিনি তাঁর গুরুদেব শ্রীল নারদ মুনির কাছ থেকে এই জ্ঞান লাভ করেছিলেন। এই সমস্ত বিশ্বজনীন শিক্ষা এই পুস্তিকায় লিপিবদ্ধ করা হয়েছে আমাদের ধ্যান, আত্মসংযম, মানসিক শান্তি এবং সর্বোপরি জীবনের অন্তিম লক্ষ্য বিশুদ্ধ ভগবত্-প্রেম লাভের শিক্ষা প্রদান করার জন্য।
Sample Audio
Copyright © 1972, 2022 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032)